Bare Bare Ke Jeno Dake Amare Lyrics
বারে বারে কে যেন ডাকে আমারে
মূল শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়।
Bare Bare Ke Jeno Dake Amare Lyrics
বারে বারে কে যেন ডাকে আমারে
বারে বারে কে যেন ডাকে
[কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে]-২
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে
বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
কিছু যেন বুঝি তাঁর কিছু অজানা
যতবার ভুলে যাই
মানেনা মানা গো কিছু অজানা
হাসির মায়া আনে মধু বেদনারে।
কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে
বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে
দোলনচাঁপার বুকে
দোলা যে লাগে গো স্বপ্ন জাগে
মন যেন খুঁজে পায় পায়নি যারে
কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে।
বারে বারে কে যেন ডাকে আমারে
বারে বারে কে যেন ডাকে!