Arekbar Ektu Jodi Lyircs
আরেকবার একটু যদি
Arekbar Ektu Jodi Lyircs
আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের
ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের
নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজো আলোর স্বপ্নচারী
সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের
ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের
নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের
ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে