আর কতকাল আমি সইবো Lyrics
Ar Kotokal Ami Soibo Lyrics
আর কতকাল আমি সইবো
Ar Kotokal Ami Soibo
অ্যালবাম: প্রিয়তমা মনে রেখো
কথা: পুলক ব্যানার্জী
সঙ্গীত: অরূপ প্রণয়
শিল্পী: কুমার শানু
আর কতকাল আমি সইবো Lyrics
ও ও ও ও ও ও
[আর কতকাল আমি সইবো
ও ও আর কতকাল আমি সইবো]-২
[মরীচিকা হয়ে গেল আশা ভালোবাসা]-২
কতকাল একা আমি রইবো
[ও ও ও ও আর কতকাল আমি সইবো]-২
[মরীচিকা হয়ে গেল আশা ভালোবাসা]-২
কতকাল একা আমি রইবো
[ও ও ও ও আর কতকাল আমি সইবো]-২
এসেছিলে ফুলঝরা রাতে
রেখেছিলে হাতখানি হাতে
এসেছিলে ফুলঝরা রাতে
[ফুল দিয়ে মালা গেঁথে কেন গেলে চলে?]-২
বাসি মালা বোঝা হবে কেমনে যে বই!
[ও ও ও ও আর কতকাল আমি সইবো]-২
[মরীচিকা হয়ে গেল আশা ভালোবাসা]-২
কতকাল একা আমি রইবো
[ও ও ও ও আর কতকাল আমি সইবো]-২
এসেছিলে জোয়ারেতে ভোরে
ডেকেছিলে চেনা নাম ধরে
এসেছিলে জোয়ারেতে ভোরে
[কাছে থেকে দূরে গিয়ে ব্যথা দিলে কি যে]-২
আজো আমি সে কথা যে কার কাছে কই
ও ও ও ও আর কতকাল আমি সইবো
[মরীচিকা হয়েগেল আশা ভালোবাসা]-২
কতকাল একা আমি রইবো
[ও ও ও ও আর কতকাল আমি সইবো]-৪