আপনার মন পরকে দিয়া Lyrics
Apnar Mon Porke Diya Lyrics
আপনার মন পরকে দিয়া Lyrics
আপনার মন পরকে দিয়া,
কেন কাদিস নিরালা,
যার জন্যে কাদিস ওরে সে করে দেখ পুতুল খেলারে।
এ জীবনে পাইনি যারে, তারে কি আর পাবি,
দিনে দিনে পথের সম্বল সকলই হারাবি।।
নিভে যাবে আশার আলো।।
জ্বলবে না কো শেষ বেলা।
এমন করে ঘর বেধেছিস, ভাঙন নদীর মেলে,
যৌবন কালে হয় দুর্গতি, মন হয় উতালা।
কোন কাজে বাগ মানেনা।
বয়ে যায় মাতোয়ারা ।
অন্তর পুড়ে ছাই হয়েছে, হৃদয় পুড়ে কালি,
প্রেম নদীতে চর পড়েছে দেখার শুধু বাকি।।
উদাশ বলে ঢেউ লাগিলে।।
করবি কি রে মন ভোলা।