Ami Ki Moron Ki Dori Lyircs
আমি কি মরন কি ডরি
রচয়িতা- ফকির রমেশ শীল মাইজভাণ্ডারী
Ami Ki Moron Ki Dori Lyircs
আমি কি মরন কি ডরি, আমি কি মরন ডরি
বুকের পাটা শক্ত আছে, মালিক বাবা মাইজভাণ্ডারী।
আজরাইল যার আমিও তার, দুজন করি দুই চাকুরী,
আজরাইল জান কবজ করে, আমি করি তাবেদারী।
জন্ম মৃত্যুর অধীন যারা, তাদের জুরুর হুশিয়ারী,
যে দেশে নাই জন্ম মরন,সে দেশে মোর বসত বাড়ী।
মোরকাবা মোশাহেদা পীরের বরজক থাকলে ধরী,
রমেশ বলে আজরাইল এসে খুজেঁ পাই না আসল বাড়ী।