Ami Jokhon Ami Noi Lyircs
আমি যখন আমি নই
Ami Jokhon Ami Noi Lyircs
আমি যখন আমি নই মোর
আর মরণের ভয় কি আছে,
যারই জীবন তারই মরণ
তার ভাবনা সেই ভাবিছে।
বারংবার আমি সেজে
ভুগলাম ভালো ভবের মাঝে,
তুমি আর ভেবো না মিছে কাজে
তোমার যাওয়া-আসা ঘুচে গেছে।
কি সুকর্ম কি কুকর্ম
কি ধর্ম কি অধর্ম,
তিনি ভিন্ন সকল কর্মের
কর্মকর্তা আর কে আছে।
ছায়ার বাজি মায়ার বাঁধন
একবারেতে খুলে দে মন,
তবে রে দুরন্ত শমন
আসবে না রে তোরই কাছে।
নীলকণ্ঠ কয় হাসি হাসি
আমি পরম-আনন্দে ভাসি,
আমার ঘরে আছে মুক্তকেশী
আমি মুক্তি পাবো তারই কাছে।