Ami Bhijechi Shorer Sondhay Lyrics
আমি ভিজেছি শহরের সন্ধ্যায়
Ami Bhijechi Shorer Sondhay Lyrics
আমি ভিজেছি শহরের সন্ধ্যায়
সাইকেডেলিক আলোয়
ঘুম ভেঙেছে এর্লামের শব্দে
আমি ফিরতে চেয়েছি ভালোয়
আমি ফিরেছি ফের তোমার কথায়
আর তোমার মায়াবী স্পর্শে
আশ্রয় নিতে বারবার বিগত
শত-সহস্র আলোকবর্ষে
তুমি বলেছিলে ভালোবাসা,
সবচেয়ে বড় হতে পারে
কারণ নিস্তরঙ্গ জীবন স্রোতে ,
কালবৈশাখী হতে পারে
ঘর ভাঙা ভালোবাসা পারে ,
এ অন্য ঘর গড়ে দিতে
বিশ্বাসের নিশ্বাসে ভালোবাসা
পারে ক্রোধ তুচ্ছ করে দিতে
ফিরে চল সব ছিড়ে চল
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাড়ায়
ফিরে চল সব ছিড়ে চল
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনের যখন শেষ ট্রেন দাড়ায়
মহাপ্রলয় উড়িয়ে দেব
যত বিস্ফোরণের শূন্য ছাই
আমি পৃথিবীর প্রতিটি ধূলোয়
লিখে দেব শুধু তোমাকে চাই
তুমি হয়তো এখনো জানো না
কারো সাধ্য নেই আমায় আটকায়
আমি ভালোবাসবো আবার তোমায়
যত বেশি ভালোবাসা যায়
ফিরে চল সব ছিড়ে চল
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাড়ায়
ফিরে চল সব ছিড়ে চল
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনের যখন শেষ ট্রেন দাড়ায় ৷৷৷