Amay Noirsh Koiro Na Baba Bhandari Lyrics | আমায় নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী

Amay Noirsh Koiro Na Baba Bhandari Lyrics
আমায় নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী

Amay Noirsh Koiro Na Baba Bhandari Lyrics

আমায় নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী,
বাবা ত্বরিবারে ধরিয়াছি চরণ তরী।
নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী।।
বাবা ভব সিন্ধু ত্বরিবারে, চরণ তরী
লক্ষ্য করে,
রহমান রহিম নামে দিয়াছি পাড়ি।
নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী।।
বাবা দয়ার সাগর তুমি, রহমতের খনি
তুমি,
বাবা নিজ গুণে লওনা দাসে উদ্ধারি।
নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী।।
বাবা দাসগণের হৃদমাঝারে, এস বাবা
দয়া করে,
নয়ন ভরিয়া যেন দেখিতে পারি।
নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী।।

Check Also

a logo for keylyrics.com

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া Lyrics | Ami Hridoye Hridoyo Diya Lyrics

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া Lyrics Ami Hridoye Hridoyo Diya Lyrics   আমি হৃদয়ে হৃদয়ও দিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *