Amar Shesh Thikana Lyrics | আমার শেষ ঠিকানা

Amar Shesh Thikana Lyrics
আমার শেষ ঠিকানা

Amar Shesh Thikana Lyrics

আমার শেষ ঠিকানা কোথায় (কাহারে সুধায়)
কি করিব কোথায় যাব বুঝা মহা দায়।
কোথায় হতে দুনিয়ায় আসলাম যাইব কোথায়
মোহ মায়ার ফান্দে পরে করি হায় রে হায়
কে আছে দ্বীন বন্ধু সরল পথ দেখায়।
ধর্ম কর্ম চেষ্টা তদবীর অনেক করিলাম
পর পারের খবরা খবর কিছু না পায়লাম
পেরাশানী মন অস্থীর দিশা হারায়।
স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণ
স্বার্থ ফুরাইলে ভুলবুঝে ভাবেও দুশমন
আত্মস্বত্ব যৌবন জীবন গেল বৃথায়।
দেখা দেখির এবাদতে কোন পূর্ণ্য নাই
রাহবার ছাড়া পথের সন্ধান কেহ পায় নাই
গুরুর শিক্ষায় পটু হইলে কলবে নুর চকমায়।
দয়াল মুর্শিদ মাইজ ভান্ডারী কৃপা ভিক্ষা চাই
ছেরাতুল মুস্তাকিমের সরল পথের দিশা দাও আমায়
ঐ পথে মতে চলি যেন শেষ ঠিকানা পায়।
হারুন জটের জ্বালায় রাত দিন পাগণ
কোথায় ঈমান কোথায় ইসলাম জ্ঞান আমল
হত ভাগার নাই দরদী বন্ধু ভব সাগরে হাবুডুব খায়।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *