Amar Sara Deho Kheogo Mati Lyrics
Song: Amar Sara Deho
Singer: Andrew Kishore
Lyricist & Composition By: Ahmed Imtiaz Bulbul
Music Re-Arrangement By: Rocket Mondal
Movie: Noyoner Alo
Director: Belal Ahmed
Producer: Shahnaz Sultana
Production: Shahnaz Films
Label: Anupam
Singer: Andrew Kishore
Lyricist & Composition By: Ahmed Imtiaz Bulbul
Music Re-Arrangement By: Rocket Mondal
Movie: Noyoner Alo
Director: Belal Ahmed
Producer: Shahnaz Sultana
Production: Shahnaz Films
Label: Anupam
Amar Sara Deho Kheogo Mati Lyrics
আমার সারাদেহ খেয়ো গো মাটি ও ও ও ও
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
আমার সারাদেহ খেয়ো গো মাটি ও ও ও ও
ওরে, ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো না গো থাকবো না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন ভরবে না
আমার সারাদেহ খেয়ো গো মাটি, ও ও ও ও
ওরে, এইনা ভুবন ছাড়তে হবে দু’দিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে
আমি ওই না ঘরে থাকতে একা
পারবো না গো পারবো না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন ভরবে না
আমার সারাদেহ খেয়ো গো মাটি, ও ও ও ও
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন ভরবে না
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
আমার সারাদেহ খেয়ো গো মাটি ও ও ও ও
ওরে, ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো না গো থাকবো না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন ভরবে না
আমার সারাদেহ খেয়ো গো মাটি, ও ও ও ও
ওরে, এইনা ভুবন ছাড়তে হবে দু’দিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে
আমি ওই না ঘরে থাকতে একা
পারবো না গো পারবো না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন ভরবে না
আমার সারাদেহ খেয়ো গো মাটি, ও ও ও ও
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন ভরবে না
Amar Sara Deho Kheogo Mati Lyrics in Benglai
আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না