Amar Onek Rinn Ache Lyrics
আমার অনেক ঋণ আছে
কথাঃ কবি শামসুর রাহমান
সুরঃ খন্দকার নূরুল আলম
শিল্পীঃ রুনা লায়লা
Amar Onek Rinn Ache Lyrics
স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
পানি টলটল মেঘনা নদীর কাছে
আমার অনেক ঋণ আছে
বকের ডানায় ছাওয়া চরের কাছে
চাঁদ জাগা বাঁশ বাগানের কাছে
আমার অনেক ঋণ আছে
‘
যখন হাওয়ায় উড়ে কালো হলদে পাখি
আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি
উড়ন্ত ঐ পাখির মালার কাছে
আমার অনেক ঋণ আছে
‘
প্রতিদিন পূর্ব দিগন্তে লাল সূর্য ওঠে হাসি ঝরিয়ে
কাজল দীঘির শান্ত বুকে পদ্ম ফোটে শোভা ছড়িয়ে
‘
পথে আমার প্রাণের ভাষা ব্যাকুল ডাকে
সূর্যদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে
পদ্মের কাছে সূর্যদয়ের কাছে
স্বপ্ন ছাওয়া একটি পথের কাছে
আমার অনেক ঋণ আছে