Amar Nitai Chander Dorbare Lyrics
আমার নিতাই চাঁদের দরবারে
ভবা পাগলার গান
Amar Nitai Chander Dorbare Lyrics
আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে
একমন যার সেই যেতে পারে,
আবার দুই মন হলে পড়বি ফেরে, ক্ষ্যাপারে
ওরে পারবি না পারে যেতে।
চার দশে চল্লিশ সেরে মন
রতি মাশা কম হইলে, ক্ষ্যাপারে
নেয় না মহাজন,
বলি আরেক হাকিম বসে আছে,
ব্রজে রাধারাণী পার করে।
কাঠুরিয়া মানিক চিনে না, ক্ষ্যাপারে
চিনির বলদ বয় যে চিনির
ও ভাই, স্বাদতো পেলো না,
যেমন স্বর্ণকারে সোনা চেনে
আবার নেই সেথায় পরখ করে।
যে জন চাকতা গুড়ের
ভিয়ান জানে না
ওলা রস বাঁধবি কি করে,
আবার ভবা পাগলার রসের তত্ত্ব
ওরে জীবে জানবে কি করে।