আমার হাজার হাজার বিয়া Lyrics | Amar Hajar Hajar Biya Lyrics
আমার হাজার হাজার বিয়া
Amar Hajar Hajar Biya
কথা,সুর ও কণ্ঠ: নকুল কুমার বিশ্বাস
Amar Hajar Hajar Biya Lyrics
[যখন যাকে সুন্দর দেখতাম
মনে মনে বউ বানাইতাম]-২
কল্পনায় বাসর সাজাইতাম
সেই মেয়েকে নিয়া
[হাজার হাজার বিয়া(আমার)]-২
[সুন্দর দেখে করলাম বিয়ে
জ্বেলে প্রেমের আলো,
সেই বউকে আর আগের মতো
লাগে না যে ভালো]-২
মনটা আজও ধরে বায়না
সুন্দরী মৌসুমি,ডায়না
মনটা আজও ধরে বায়না
সুন্দরী সুস্মিতা,চায়না
সুন্দরীতে মনের আয়না
রয়েছে ভরিয়া
[হাজার হাজার বিয়া(আমার)]-২
[এখন আমার বয়স অনেক
মৃত্যুপথের যাত্রী,
তবু মনে মনে খোঁজে এমন
সুন্দরী পাত্রী]-২
[এখনো আমার দুই নয়ন
সুন্দরী দেখলে হয় মদন]-২
কামনাদি রেখে শাসন
বানাতে চায় প্রিয়া
[হাজার হাজার বিয়া(আমার)]-২
[সুন্দরের পূজারি আমি
সুন্দর করি দাবি
সুন্দর কাউকে দেখলে আজও
তারে আমার ভাবি]-২
[পুরুষ চরিত্র এমন হায়
জীবন কাটে নারীর মায়ায়]-২
স্বর্গে গিয়েও বাস করতে চায়
সুন্দর নারী নিয়া
হাজার হাজার বিয়া
আমার হাজার হাজার বিয়া
হাজার হাজার বিয়া
পুরুষের হাজার হাজার বিয়া।
[যখন যাকে সুন্দর দেখতাম
মনে মনে বউ বানাইতাম]-২
কল্পনায় বাসর সাজাইতাম
সেই মেয়েকে নিয়া
[হাজার হাজার বিয়া(আমার)]-২