আমার দিকে চাইলা না Lyrics
Amar Dike Chaila Na Lyrics
আমার দিকে চাইলা না Lyrics
আমার দিকে চাইলা না
মোর মনের ব্যাথা বুজলা না ।
যৌবন থাকিতে বন্ধু আইলা না।
মনে প্রানে করিয়া আশা,
হায়রে আমি,
করে ছিলাম এই ভালোবাসা।।
আমায় করে সর্বনাশা বন্ধু দেওয়ানা।
দেখে তোমার মুখেরও হাসি,
হায়রে আমি, গালায় দিলাম পিরিতে ফাসিঁ।।
আমারে কয়রা উদাসী, ঘরে রয়তে দিলা না।
হায়রে, বন্ধু নিঠুরও পাষান,
হায়রে বন্ধু, না দেখিলে বাচেঁনা পরান।।
তোতা মিয়া হয় না পেরেসান,
বন্ধুর দেখা পাইলাম।