Amar Biroho Jalay Antoro Poray Lyrics
আমার বিরহ জ্বালায় অন্তরও পোড়ায়
Amar Biroho Jalay Antoro Poray Lyrics
আমার বিরহ জ্বালায় অন্তরও পোড়ায়
সইতে পারিনা আমি কি করি উপায়
আমার মনে যারে চায় বন্ধু
প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
মাটির মনে এত মায়া জানতো কি তা কেউ
নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঠেউ
আমার ঠেউয়ের তালে অন্তর জ্বলে
সইতে পারিনা আমি বাঁচা হলো দায়
আমার মনে যারে চায় বন্ধু
প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
এই মনেতে একজনারই নিত্য বসবাস
তার বিহনে অন্তর আমার কান্দে বার মাস
আমার নয়ন জলে প্রেম অনলে
অন্তত পুড়ে রে বন্ধু কি দিয়া জুড়াই
আমার মনে যারে চায় বন্ধু
প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়