Akta Chad Chara Rat Lyrics
একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো
Song: Akta Chad Chara Rat
Cast: Shakib Khan & Suchorita
Singer: Kumar Bishwajit
Lyricist: Kabir Bakul
Composer: Kumar Bishwajit
Movie: Shami Strir Wada
Director: P. A. Kajol
Producer: Md. Shahjahan Ali
Production: Liberty Kothachitro
Language: Bangla
Label: Anupam
Cast: Shakib Khan & Suchorita
Singer: Kumar Bishwajit
Lyricist: Kabir Bakul
Composer: Kumar Bishwajit
Movie: Shami Strir Wada
Director: P. A. Kajol
Producer: Md. Shahjahan Ali
Production: Liberty Kothachitro
Language: Bangla
Label: Anupam
Akta Chad Chara Rat Lyrics
একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো!!!
মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো !!!
মা গো মা , মা গো মা !!!
তুমি চোখের এতো কাছে থেকেও !!!
দূরে কেন বলোনা ???
মা গো মা, মা গো মা !!!
একটু স্নেহ, একটু আদর !!!
একটু তোমার মায়া !!!
পাইনি মাগো অনেক বছর !!!
তোমার আঁচল ছায়া !!!
মা গো মা, মা গো মা !!!
তোমার কাছে আসার সকল বাঁধা !!!
এবার তোল না !!!
মা গো মা, মা গো মা !!!
খাঁচার পাখি খাঁচায় বসে !!!
দুরের আকাশ দেখে !!!
কেমন করে ঘুমাও মা গো !!!
আমায় একা রেখে !!!
মা গো মা, মা গো মা !!!
তোমার চরন ধুলা নেবার আশা !!!
পূর্ণ হলো না !!!
মা গো মা, মা গো মা !!!
Akta Chad Chara Rat Lyrics
একটা চাদঁ ছাড়া রাত আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া কে থাকে ভাল?
মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।
একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২ বার)
মাগো মা…., মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা…।
খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে..,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে..। (২বার)
মাগো মা, মাগো মা…
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না….।
মাগো মা.., মাগো মা…, মাগো মা…।
একটা চাদঁ ছাড়া রাত আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া..
কে থাকে ভাল..?
মাগো মা…, মাগো মা..
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা…।
মায়ের মমতা ছাড়া কে থাকে ভাল?
মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।
একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২ বার)
মাগো মা…., মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা…।
খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে..,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে..। (২বার)
মাগো মা, মাগো মা…
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না….।
মাগো মা.., মাগো মা…, মাগো মা…।
একটা চাদঁ ছাড়া রাত আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া..
কে থাকে ভাল..?
মাগো মা…, মাগো মা..
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা…।