Akasher Oi Mitimiti Tarar Sathe Lyrics
আকাশের ঐ মিটিমিটি তারার সাথে
গীতিকার ও সুরকার: মোসলেউদ্দীন
শিল্পী-নাহিদ নিয়াজি
Akasher Oi Mitimiti Tarar Sathe Lyrics
আকাশের ঐ মিটি মিটি তারার সাথে
কইব কথা,নাই বা তুমি এলে
তোমার স্মৃতির পরশও ভরা,
অশ্রু নিয়ে গাঁথব মালা,
নাই বা তুমি এলে
আকাশের ঐ মিটি মিটি তারার সাথে
কইব কথা,নাই বা তুমি এলে।
সেই শেফালি রোজ সনে
চুপি চুপি কথা,মন বাতায়নে
সুরেরও ঘনঘটা
আধো লাজে আধো ভয়ে
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনিতো,
তুমি কিছু জাননি তো
না বলা না জানার ব্যথা
রয়ে গেল মনে মনে।
জীবনের এই নিভে যাওয়া প্রদীপটুকু
নাই বা জ্বলে,নাই বা তুমি এলে।
সেই হারানো দিনগুলি
যদি মনে পড়ে,ভুলে যেও ওগো
সবি চিরতরে,
আমার গোপনও ব্যথা,
আমার গোপনও ব্যথা,
তুমি কভু জেনো না গো
আমায় কভু চেয়ো না গো
না জানা,না পাওয়ার কথা,
মুছে যাবে কোন ক্ষণে
সমাধির পরে মোর,
ঝরা বকুল মালা
নাই বা দিলে নাই বা তুমি এলে
তোমার স্মৃতির পরশও ভরা,
অশ্রুনিয়ে গাঁথব মালা,
নাই বা তুমি এলে
আকাশের ঐ মিটি মিটি তারার সাথে
কইব কথা,নাই বা তুমি এলে।