Aha Mori Mori Lyrics | আহা মরি মরি

Aha Mori Mori Lyrics

আহা মরি মরি

মূল শিল্পী : শ্যামল মিত্র।

 

Aha Mori Mori Lyrics

আহা মরি মরি
চলিতে চলিতে বাজায় কাঁকন
পরনে নীলাম্বরী
আহা মরি মরি
চলিতে চলিতে বাজায় কাঁকন
পরনে নীলাম্বরী
পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি
আহা মরি মরি
চলিতে চলিতে বাজায় কাঁকন
পরনে নীলাম্বরী


চোখ লয়ে দু’টি ভ্রমর কাজল কালো
যেন ওই পদ্ম মুখে মানায় ভালো
ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমারই কোজাগরী?
পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ওই অঙ্গ থেকে ও রূপ চুরি করি
আহা মরি মরি
চলিতে চলিতে বাজায় কাঁকন
পরনে নীলাম্বরী


দোলে বেণী মণিহারা যেন ফণী
পায়ে তার নূপুর যে ওই তোলে ধ্বনি
শ্রাবণধারার মতো রূপলাবণী অঙ্গ থেকে পড়ে ঝরি
পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ওই অঙ্গ থেকে ও রূপ চুরি করি
চুরি করি, চুরি করি।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *