আঘাতে আঘাতে ভরা আমার এ হৃদয় Lyrics | Aghate Aghate Bhora Amar E Hridoy Lyrics

আঘাতে আঘাতে ভরা আমার এ হৃদয় Lyrics

Aghate Aghate Bhora Amar E Hridoy Lyrics

আঘাতে আঘাতে ভরা আমার এ হৃদয়
Aghate Aghate Bhora Amar E Hridoy
কথা: গোরাচাঁদ
শিল্পী: নোটন মালাকার

 

আঘাতে আঘাতে ভরা আমার এ হৃদয় Lyrics


[আঘাতে আঘাতে ভরা আমার এ হৃদয়
ভালোবেসে বন্ধু আমি হলাম পরাজয়(হো)]-৩
[আগে তো বুঝিনাই প্রেমে পুড়ে হব ছাই]-২
পুড়েছ তুমি অভিনয়
ভালোবেসে হলাম পরাজয়
[প্রিয়ারে প্রিয়ারে কাঁদে মন হিয়ারে]-২
[সাথীহারা পাখি যেমন ওড়ে আকাশে
আজ অামি অসহায় ভালোবেসে(ও)]-২
[ভুলতো ছিলনা মোর ভেঙে দিলে বাসা ঘর]-২
কী করি বলো আমি সই
ভালোবেসে হলাম পরাজয়
[প্রিয়ারে প্রিয়ারে কাঁদে মন হিয়ারে]-২
[স্বপ্ন যা ছিল মনে ভেঙ্গে হল চুরমার
ভালোবেসে অবশেষে কাঁদে
নোটন মালাকার(ও)]-২
[তাই বলে গোরাচাঁদ প্রিয়া তুমি বেইমান]-২
দিয়ে গেলে তোমার পরিচয়
ভালোবেসে হলাম পরাজয়
[প্রিয়ারে প্রিয়ারে কাঁদে মন হিয়ারে]-২
ও আঘাতে আঘাতে ভরা আমার এ হৃদয়
ভালোবেসে বন্ধু আমি হলাম পরাজয়
[আগে তো বুঝিনাই প্রেমে পুড়ে হব ছাই]-২
পুড়েছ তুমি অভিনয়
ভালোবেসে হলাম পরাজয়
[প্রিয়ারে প্রিয়ারে কাঁদে মন হিয়ারে]-২

 

Aghate Aghate Bhora Amar E Hridoy Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *