অচেনা পৃথিবী Lyrics
Achena Prithibi Lyrics
অচেনা পৃথিবী
Achena Prithibi
অ্যালবাম: লহ প্রণাম
কথা ও সুর: শুভ দাশগুপ্ত
শিল্পী: পারমিতা মোহন্ত
অচেনা পৃথিবী Lyrics
[অচেনা পৃথিবী চিনেছি জেনেছি
তোমার হাতটি ধরে]-২
আচার্য গুরু শ্রদ্ধা জানাই
আজ এ নমস্কারে।
অচেনা পৃথিবী চিনেছি জেনেছি
তোমার হাতটি ধরে
আচার্য গুরু শ্রদ্ধা জানাই
আজ এ নমস্কারে।
বর্ণমালাকে চিনেছি বুঝেছি
তোমার যত্নে স্নেহে
তুমি শিক্ষক শক্তি দিয়েছো
এই মনে এই দেহে।
[আজকের দিনে গুরুর চরণে
জানাই প্রণাম তাই,
চিরদিন তার আশীর্বচন
আমরা সকলে চাই]-২
[আমরা সকলে চাই]-৩
[ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে
আলো দিলে জীবনে
জানাই প্রণাম গুরু আচার্য
আজ এই শুভদিনে]-২
[স্বপ্ন দেখার সাহস দিলে যে
অন্তরে দিলে গান
হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে
জানাই তাই প্রণাম]-২
[জানাই তাই প্রণাম]-৩

 
						
 
						
 
						
