Abichar Tor Agagora Lyrics
অবিচার তোর আগাগোড়া
Abichar Tor Agagora Lyrics
অবিচার তোর আগাগোড়া,
কারে দিলি স্কন্ধে ঝুলি
কারে দিলি সালের জোড়া।
পরের ছেলে রাবণরাজা
তার নেত্রমাথা দশ-দশ জোড়া,
তোর নিজের ছেলে, বংশে বাতি
তারে করলি হাতিশুঁড়া।
পদতলে পড়ে ভোলা
জপছে শুধু মন্ত্রসরা,
জীবের ভাগ্য যেমন-তেমন
শিবের দেখছি কপালপোড়া।
ফাঁকা কাজে যারা থাকে
তাদের দিলি টাকার তোড়া,
যে নয়ন মুদে তোরে ডাকে
তারে খাওয়াস খুদের গুঁড়া।
যারা পায়ে হেঁটে চলতে পারে
তাদের দিলি হাতি ঘোড়া,
আর দেশ-বেড়ানো ব্যবসা দিয়ে
নীলকণ্ঠে করলি জন্মখোঁড়া।