আমি চাইলাম যারে Lyrics
Aami Chailam Jaare Lyrics
আমি চাইলাম যারে
Aami Chailam Jaare
গীতিকার:
বাউল কপিল উদ্দিন সরকার
আমি চাইলাম যারে Lyrics
আমি চাইলাম যারে
ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে,
অন্যের ঘরে।।
জীবন দিয়া যারে আমি,
বেসেছিলাম ভাল;
সে আমারে ভুল বুঝিয়া,
দূরে চলে গেল।।
আমার কপালে নাই সুখ
বুঝি বিধাতার বৈমুখ
এই পোড়া মুখ
আমি দেখাবো কারে।
সে এখন বাস করে
অন্যের ঘরে।
আমি চাইলাম যারে
ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে,
অন্যের ঘরে।।
আশা ছিল প্রাণ বন্ধুরে,
রাখিব এই বুকে;
বন্ধুয়ারে লইয়া আমি,
থাকিব সুখে ।।
হায় রে ভালবাসা,
আমায় করলি নৈরাশা।।
এমন ভালবাসা
যেন কেউ না করে
সে এখন বাস করে
অন্যের ঘরে।
আমি চাইলাম যারে
ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে,
অন্যের ঘরে।।
আমি চাইলাম যারে
ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে,
অন্যের ঘরে।।
সর্বস্ব ধন করলাম অর্পণ,
আর কিছু নাই বাকি
তবু কেন আমার সাথে
কর লুকালুকি
ভেবে কয় কফিলউদ্দিন,
বন্ধু এতই কি কঠিন
জল ছাড়া মীন আর বাঁচি কী করে।
সে এখন বাস করে
অন্যের ঘরে।
আমি চাইলাম যারে
ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে,
অন্যের ঘরে।।