আর কি বসবো এমন সাধুর সাধবাজারে | Ar Ki Bosbo Emon Sadhur Sadhbajare | Key Lyrics | ফকির লালন সাঁই

আর কি বসবো এমন সাধুর সাধবাজারে
Ar Ki Bosbo Emon Sadhur Sadhbajare
Key Lyrics
ফকির লালন সাঁই
আর কি বসবো এমন সাধুর সাধবাজারে ।
না জানি কোন সময় কোন দশা
ঘটে আমারে ।।
সাধুর বাজারে কি আনন্দময়
অমাবস্যায় পূর্ণ চন্দ্র উদয়
ভক্তি নয়ন যার সে চাঁদ দৃষ্ট তার
ভব বন্ধন জ্বালা যায় রে দূরে ।।
দেবের দুর্লভ পদ সে
সাধু নামটি যার শাস্ত্রে ভাসে
গঙ্গা মা জননী পতিত পাবনি
সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে ।।
আমি দাসের দাস তার দাসের যোগ্য নয়
কোন ভাগ্যেতে এলাম এই সাধুর সাধ সভায়
ফকির লালন বলে মন ভক্তি হীন অন্তর
এবার বুঝি প’লাম কদাচারে ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *