এই সুখে কি দিন যাবে
Ei Sukhe Ki Din Jabe
Key Lyrics
ফকির লালন সাঁই
এই সুখে কি দিন যাবে ।
একদিন হুজুরে হিসাব দিতে যে হবে ।।
হুজুরে মন তোর আছে কবলতি
মনে কি পড়ে না সেটি
বাকির দায়ে কখন এসে
তিলেকে তরঙ্গ তুফান ঘটবে ।।
আইন মাফিক নিরিখ দিতে মন
কেন এতো আড়িগুড়ি তোর এখন
পত্তন যে সময় হইলে জমায়
নিরিখ ভারি কি পাতলা দেখো নাই ভেবে ।।
ছাড়ো ছাড়ো ও মন ছাড়োরে বিকার
সরল হয়ে জোগাও রাজকর
এবার প’লে বাকি উপায় কৈ আর দেখি
লালন বলে দায়মাল হবি মন তবে ।।