Baaynabilashi Song Lyrics | বায়নাবিলাসী লিরিক্স | X=PREM

প্রেমে পড়লে আমরা হয়ে উঠি আদুরে। পৃথিবী হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। প্রকৃতি হয়ে ওঠে আরও রঙীন। আর এই রঙীন পৃথিবীতে প্রিয়জনের কাছে হয়ে উঠি আমরা ‘বায়নাবিলাসী’। সৃজিত মুখার্জির নতুন সিনেমা X=প্রেম থেকে তোমাদের জন্য রইল স্যমন্তক সিনহা আর সাহানা বাজপেয়ীর গাওয়া গান ‘বায়নাবিলাসী’। ধ্রুবজ্যোতি চক্রবর্তীর লেখা এই গানে সুর দিয়েছে সানাই।

When in love, we become people who’re quite unlike our regular selves. Sometimes we’re needy, sometimes we’re clingy and hankering for their attention because everything around them seems so blissful. On a similar vein we have the song ‘Baaynabilashi’ from Srijit Mukherji’s ‘X=PREM’. Sung by Sahana Bajpaie, and Samantak Sinha, this song, written by Dhrubojyoti Chakraborty speaks of all the umpteen number of sweet wishes we have from our loved ones.

Song Credits : 
Baayna Bilashi- Samantak Sinha and Sahana Bajpaie
Lyricist- Dhrubojyoti Chakrabarty
Composer – Sanai
Arrangement and programming – Sanai
Guitar – Sanai
Mandolin – Suvam kanjilal

যেখানে প্রজাপতির রং এর ফোয়ারা  
যেখানে  সুজ্জিরা সাজিয়েছে পাড়া,
যেখানে মৌমাছি হলো মনবাতিক
বিলবে ভালোবাসা দান-খয়রাতই,
যেখানে দিন হলে হবে দিলখুশ
বিরহে ঝিলমিল ওড়াবে ফানুস,
আমাকে মেলা থেকে 
কিনে দেবে তো বাঁশি,
আমি তো রোজ রোজ 
বায়না বিলাসী,
আমাকে নাও, আমাকে নাও 
আমাকে নাও, আনমনা জাদুকর,
যেখানে যাও, যেখানে চাও 
আর বানাও আমার ঘর। 

আমি মেঘের পাহাড় বানাই
আমি নদীর উজান মাপি,
কাল হৃদয়ের হালখাতায় 
পাবো সোহাগের ঋণখেলাপি,
আমি গভীর জোছনা দেবো 
দেবো সহজ সরল তারা,
আমি ময়দানে মহারথী 
আর গৃহকোণে গোবেচারা। 

যেখানে জল ছুঁয়ে থাকে জল ফড়িং
যেখানে মন্ত্ররা ছট হিং টিং,
যেখানে কিং সাইজ কেতা মেরে আমি
সেয়ানা সখিকেই পাঠাবো সেলামি,
যেখানে খুব করে ডুব দেবে কথা
কলিত ফুটবেই কাটিয়ে জড়তা,
তোমাকে মেলা থেকে 
দেবো নিরালা বাঁশি, 
দুজনে জান দিয়ে হবো বানভাসি। 

আমি তো তাই,  আমি তো তাই,
আমি তো তাই আনমনা জাদুকর,
যেখানে যাই, যেখানে চাই 
আর বানাই তোমার ঘর। 

আমাকে নাও, আমাকে নাও 
আমাকে নাও, আনমনা জাদুকর,
যেখানে যাও, যেখানে চাও 
আর বানাও আমার ঘর। 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *