এ তুমি কেমন তুমি লিরিক্স (E Tumi Kemon Tumi ) | Rupankar | Jaatishwar – রূপঙ্কর বাগচী

এ তুমি কেমন তুমি
শিল্পীঃ রূপঙ্কর বাগচী
কথাঃ কবীর সুমন
সিনেমাঃ জাতিস্মর (২০১৪)
Song : E Tumi Kemon Tumi Singer : Rupankar Movie : Jaatishwar
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন –
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন ।
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন –
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন ।
কথা নয় নিরবতায় সজলতার আঁকর ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি ।
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি ।
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ !
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন –
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ !
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন –
ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর-
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *