যাবি যদি মন মায়ের কোলে
শ্যামাসংগীত
কথা-মহর্ষি মনোমোহন দত্ত
শিল্পী-শ্রীস্বরুপ রতন দত্ত
যাবি যদি মন মায়ের কোলে।।
সরল মনে গরল অংশ,
বেছে বেছে দে না ফেলে।।
যাবি যদি মন মায়ের কোলে।।
কাম ক্রোধ পশুগুলি,
মায়ের নামে দে না বলী।।
মন প্রান দেহ ঢালি,
প্রিয় মধুর পথ ভুলে ।।
যাবি যদি মন মায়ের কোলে।।
আমার আমার আমি বা কার,
চিন্তা কর তাই অনিবার।।
হাঁক দিওনা লাগ পাবে তার,
ডাক দিও ভাই মা মা বলে।।
যাবি যদি মন মায়ের কোলে।।
মনমোহনের মন পাজি,
আসল কাজে হয় না রাজি।।
হাল ছাড়িয়ে দিলে মাঝি,
পাক ফিরে নাও ঢেউয়ের জলে।।
যাবি যদি মন মায়ের কোলে।।
(ও তোর)সরল মনে গরল অংশ,
বেছে বেছে দে না ফেলে।।
যাবি যদি মন মায়ের কোলে(মা)।।।