Maa Houa Ki Mukher Kotha Lyrics
মা হওয়া কি মুখের কথা
“রামপ্রসাদী গান”
বসন্তবাহার-একতাল
(কন্ঠ-কমলা ঝারিয়া)
Maa Houa Ki Mukher Kotha Lyrics
মা হওয়া কি মুখের কথা(৪)
(শুধু)প্রসব করলে হয়না মাতা(২)
(যদি) না বুঝে সন্তানের ব্যথা(২)
মা হওয়া কি মুখের কথা(২)
দশমাস দশদিন,
যাতনা পেয়েছেন মাতা(২)
এখন ক্ষুধার বেলা শুধালেনা
এল পুত্র গেল কোথা(২)
মা হওয়া কি মুখের কথা(৩)
সন্তানে কু-কর্ম করে,
বলে সারে পিতা-মাতা(২)
দেখ কাল প্রচন্ড করে দন্ড
তাতে তোমার হয়না ব্যথা(মা)(২)
মা হওয়া কি মুখের কথা(৩)
দ্বিজ রামপ্রসাদ বলে মা-(২)
এ চরিত্র শিখলে কোথা
যদি ধর আপন পিতৃধারা
নাম ধরোনা জগন্মাতা(২)
মা হওয়া কি মুখের কথা(২)