Ebar Kali Toamay Khabo Lyrics | এবার কালী তোমায় খাব লিরিক্স | রামপ্রসাদী গান

Ebar Kali Toamay Khabo Lyrics
এবার কালী তোমায় খাব লিরিক্স
রামপ্রসাদী গান
কন্ঠ: ধনঞ্জয় ভট্টাচার্য

এবার কালী তোমায় খাব
(খাব খাব গো দীনময়ী)
তারা গন্ডযোগে জন্ম আমার,
গন্ডযোগে জন্মিলে,
সে হয় যে মা-খেকো ছেলে,
এবার তুমি খাও কি আমি খাই মা,
দু’টার একটা করে যাব।।

(ডাকিনী-যোগিনী দু’টা
তরকারী বানায়ে খাব
তোমার মুন্ডমালা কেড়ে নিয়ে
অম্বলে সম্বরা দিব)

হাতে কালী মুখে কালী মা,
সর্বাঙ্গে কালী মাখিব।
যখন আসবে শমন বাঁধবে কষে’
সেই কালী তার মুখে দিব।।

খাব খাব বলি মাগো
উদরস্হ না করিব।
এই হৃদি-পদ্মে বসাইয়ে,
মনোমানসে পূজিব।।

যদি বল কালী খেলে,
কালের হাতে ঠেকা যাব।
(আমার)ভয় কি তাতে কালী বলে
কালেরে কলা দেখাব।।

কালীর বেটা শ্রীরামপ্রসাদ,
ভালমতে তাই জানাব।
তাতে মন্ত্রের সাধন শরীর পতন,
যা হবার তাই ঘটাব।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *