দোষ কারো নয় গো মা, আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা
Dosh Karo Noy Go Maa, Ami Swakhat Solile Dube Mori Shyama
দোষ কারো নয় গো মা
আমি স্বখাত সলিলে
ডুবে মরি শ্যামা।।
আমার (ধর্মাধর্ম হলো কুদন্ড স্বরূপ
উলু ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ )-২
সে কূপে বেরিল কাল রূপ
জল কালো মনোরমা মা…।।
আমার কি হবে তারিণী
ত্রিগুণ ধারিণী
দ্বিগুণ করেছে সগুণে
কিসে এ বারি নিবারি
ভেবে দাশরথির
অনিবার বারি নয়নে
আমার কি হবে তারিণী
ত্রিগুণ ধারিণী।
আমার ছিল বাড়ি কক্ষে
ক্রমে এলো বক্ষে
জীবনে জীবন মা
কেমনে হয় রক্ষে।
(আছি তোর অপিক্ষে
দে মা মুক্তি ভিক্ষে)-২
কটাক্ষেতে করে পার মা।।
“গীতিকার-দাশরথী রায়”
সুরকার-চিত্ত রায়
(কন্ঠ-পান্নালাল ভট্টাচার্য্য/অনুরাধা পড়ওয়াল)