আমি ছল করে – Ami Chhol Kore

 আমি ছল করে

Ami Chhol Kore

কথা,সুর ও যন্ত্রায়োজন:

শুভাশিস মুখোপাধ্যায়

কণ্ঠ: ঈপ্সিতা ঘোষ

[(আমি) ছল করে জল আনতে গিয়ে

সজল যমুনায়

দেখি নূপুর বাজে রুমঝুম ঝুম

লাজে মরি হায়]-২

ছল করে জল আনতে গিয়ে

সজল যমুনায়।

[আমি কেমন করে যাবো অভিসারে

আমায় যে প্রেম টানে পথে

সে প্রেম লাজে মারে]-২

আমি কেমন করে বাঁধবো চরণ,

কী আছে উপায়?

দেখি নূপুর বাজে রুমঝুম ঝুম

লাজে মরি হায়

ছল করে জল আনতে গিয়ে

সজল যমুনায়।

[এ কী আমার হলো ভালোবেসে

আমি নিজের কাছে নিজেই লুকাই

প্রেমের ছদ্মবেশে]-২

আমার একূল ওকূল দুকূল গেছে ভেসে

আমার মন বসেনা ঘরে,মরণ ভালোবেসে

আমি কোথায় দাঁড়াই,কোনপথে যাই

এই দোটানায়!

দেখি নূপুর বাজে রুমঝুম ঝুম

লাজে মরি হায়

ছল করে জল আনতে গিয়ে

সজল যমুনায়।

দেখি নূপুর বাজে রুমঝুম ঝুম

লাজে মরি হায়

ছল করে জল আনতে গিয়ে

সজল যমুনায়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *