তোমার শহর সোনার শহর – Tomar Sahar Sonar Sahar – Song Lyrics

 তোমার শহর সোনার শহর

Tomar Sahar Sonar Sahar
অ্যালবাম: আমার ভালোবাসা
কথা: পুলক ব্যানার্জী
সুর: তপন ভট্টাচার্য
কণ্ঠ: কুমার শানু
[তোমার শহর সোনার শহর
তোমার কাছেই ভালো
আমি যে গ্রামের মানুষ
আমার এ গ্রাম আমার এ ঘর
আমার চোখের আলো]-২
চাইনা আমি ইট পাথরে
বাঁধানো রাজপথ ও হো হো ও ও ও
[চাইনা আমি ইট পাথরে
বাঁধানো রাজপথ,
চাইনা আমি আকাশছোঁয়া
তোমার ইমারত]-২
ধন্য আমি শিশিরভেজা
মাটিতে পা দিয়ে
কালো ধোঁয়ায় বাতাস যেথা
হয়না কভু কালো
আমি যে গ্রামের মানুষ
আমার এ গ্রাম আমার এ ঘর
আমার চোখের আলো
তোমার শহর সোনার শহর
তোমার কাছেই ভালো
আমি যে গ্রামের মানুষ
আমার এ গ্রাম আমার এ ঘর
আমার চোখের আলো।
লোহার পুলে দু’ পার বেঁধে
তুমি সুখে থাকো ও হো হো ও ও ও
[লোহার পুলে দু’ পার বেঁধে
তুমি সুখে থাকো,
আমায় সুখী করেছে এই
ছোট্ট বাঁশের সাঁকো]-২
তুলসীতলায় জ্বললে প্রদীপ
প্রণাম করি আমি
নিভবে জেনেও এই বিজলীর
আলো তুমি জ্বালো
আমি যে গ্রামের মানুষ
আমার এ গ্রাম আমার এ ঘর
আমার চোখের আলো
তোমার শহর সোনার শহর
তোমার কাছেই ভালো
আমি যে গ্রামের মানুষ
[আমার এ গ্রাম আমার এ ঘর
আমার চোখের আলো]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *