কোন অপরাধে বলো
Kon Oporadhe Bolo
ছবি-অন্তরতম
শিল্পী-অলকা ইয়াগনিক
কোন অপরাধে বলো,
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।।
আঁধার নামিলো ব্রজে
শূন্য হইলো ব্রজধাম।
কোন অপরাধে বলো,
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।।
রাধা হইলো কৃষ্ণ ছাড়া
বহিছে নয়নে ধারা
ফণী যেন হলো মণিহারা।।
বলো বিধি কেন হলে বাম
কোন অপরাধে বলো
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।
হায়রে নিঠুর কালা
তোমার বিরহ জ্বালা
করেছি যে গলারই মালা।।
মুখে শুধু আছে কৃষ্ণ নাম
কোন অপরাধে বলো
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।
আঁধার নামিলো ব্রজে
শূন্য হইলো ব্রজধাম।
কোন অপরাধে বলো,
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।।