ভালোবেসে সখী নিভৃতে যতনে
Bhalobese Sakhi Nibhrite Jatane
Rabindrasangeet
রবীন্দ্র সঙ্গীত
Song Credit: Song: Bhalobese Sakhi, Nibhrite Jatane
ভালোবেসে সখী নিভৃতে যতনে album Title: Chinmoy Chatterjee -Tagore Artist: Chinmoy Chatterjee Music Director: Rabindranath Tagore Lyricist: Rabindranath Tagore
Bhalobese Sakhi Nibhrite Jatane
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরন মজ্ঞীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে।
মনে করে সখী বাধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী তোমার কনক কঙ্কনে।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে।
আমার স্মরণ শুভ সিন্দুরে
একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গ সৌরভে।
আমার আকুল জীবন মরন
টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে।।
Bhalobese Sakhi Nibhrite Jatane Song Lyrics:
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে,
মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে..
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে..
আমার স্মরণ শুভ সিন্দুরে
একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে,
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে..
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
ভালোবেসে সখী নিভৃতে যতনে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে।।
Song: Valobeshe Sokhi Nivrite Jotone
Movie: Dutta Vs Dutta (2012)
Artist: Rupankar, Somlata Acharyya
Writer & Composer: Rabindranath Tagore
Director: Anjan Dutt
Star Casting: Anjan Dutt, Ronodeep Bose, Arpita Chatterjee, Roopa Ganguly