জয় জয় বিষহরি বিষধর ভূষণ
Joy Joy BishoHori BishoDhor Bhushon
কন্ঠ-অরুন্ধতী হোম চৌধুরী
জয় জয় বিষহরি বিষধর ভূষণ
সর্ব অঙ্গ জরজর নাগ আভরণ
জয় জয় বিষহরি হে জয় বিষহরি।
দুই হাতের শঙ্খ হইলো গরল শঙ্খিনী
কেশের এ জাত হইলো সে কালনাগিনী
সুতলিয়া নাগ হইলো গলারও সুতলি দেবী
বিচিত্রা নাগ হইলো হৃদয়ের কাঁচুলি
জয় জয় বিষহরি হে জয় বিষহরি।
হেমন্ত বসন্ত নাগ পৃষ্ঠের খোপনা
সর্বাঙ্গে নিকলে যার অগ্নি কনা ফনা
অমৃত নয়ন এরি বিষ নয়নে চায়
চন্দ্র সূর্য গ্রহ তারা আড়ালে লুকায়
জয় জয় বিষহরি হে জয় বিষহরি।
জয় জয় বিষহরি বিষধর ভূষণ
সর্ব অঙ্গ জরজর নাগ আভরণ
জয় জয় বিষহরি হে জয় বিষহরি।