আমার মায়ের চরণ বুকে ধরেছি | Amar Mayer Charan Buke Dhorechi | Song Lyrics

আমার মায়ের চরণ বুকে ধরেছি
Amar Mayer Charan Buke Dhorechi
কন্ঠ-অনুরাধা পড়োয়াল
আমার মায়ের চরণ বুকে ধরেছি
ভয় দেখাস নে আমায় শমন
মায়ের চরণ বুকে ধরেছি
ভয় দেখাস নে আমায় শমন।
আমার শ্যামা মায়ের আশির্বাদে।।
ভয়ভীতি হয়েছে দমন।
ভয় দেখাস নে আমায় শমন
মায়ের চরণ বুকে ধরেছি
ভয় দেখাস নে আমায় শমন।
তুই এলে না হয় যাবই চলে
এ জগতের সবই পেলে
এলে না হয় যাবই চলে
এ জগতের সবই পেলে।
মায়ের রাঙা চরণ নিয়ে যাব।।
বুকে নিয়ে আছি যেমন
ভয় দেখাস নে আমায় শমন
মায়ের চরণ বুকে ধরেছি
ভয় দেখাস নে আমায় শমন।
তোকে না হয় আদর করে,
ডাকছি আমি সমাদরে।।
অভিশাপের ছলে মায়ের।।
আশির্বাদই আসে এমন
ভয় দেখাসনে আমায় শমন
মায়ের চরণ বুকে ধরেছি
ভয় দেখাসনে আমায় শমন।
এপার ছেড়ে গেলে ওপারে,
কোনো জ্বালা থাকবে নারে।।
পরমানন্দে দিবানিশি।।
মা মা বলে ডাকব তখন
ভয় দেখাস নে আমায় শমন
মায়ের চরণ বুকে ধরেছি
ভয় দেখাস নে আমায় শমন
আমার শ্যামা মায়ের আশির্বাদে।।
ভয়ভীতি হয়েছে দমন
ভয় দেখাস নে আমায় শমন
মায়ের চরণ বুকে ধরেছি
ভয় দেখাস নে আমায় শমন।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *