যোগের অংক শেখালি না
Joger Onko Shekhali Na
শিল্পী-অমৃক সিং অরোরা
যোগের অংক শেখালি না
শেখালি বিয়োগ
তাই তো মাগো তোর সাথে
হলো না যোগাযোগ।।
যোগের অংক শেখালি না।
সারা জীবন ধরে আমি
গুন শিখে শিখে
মা মা সারা জীবন ধরে আমি
গুন শিখে শিখে
দ্বিগুনা গুন নিলাম আমি।।
নিলাম এই বুকে
লক্ষ টাকা কোটি করার।।
তাই তো বাড়ে লোভ মা
যোগের অংক শেখালি না
শেখালি বিয়োগ
তাই তো মাগো তোর সাথে
হলো না যোগাযোগ।
যোগের অংক শেখালি না।
ভাগ করলে সইতে নারি,
কমে যাই যে জমিদারি।।
ভাগাভাগি করিস যদি।।
তাই তো মা তোর পায়ে পড়ি
অবশেষে শূন্য নিয়ে।।
বাড়ে আমার ভোগ মা
যোগের অংক শেখালি না,
শেখালি বিয়োগ,
তাই তো মাগো তোর সাথে,
হলো না যোগাযোগ।।
যোগের অংক শেখালি না
শেখালি বিয়োগ
তাই তো মাগো তোর সাথে
হলো না যোগাযোগ।
যোগের অংক শেখালি না।।
শেখালি বিয়োগ
তাই তো মাগো তোর সাথে
হলো না যোগাযোগ।