ভয়ঙ্করী রূপ ধরে তুই | Voyonkori Rup Dhore Tui | Song Lyrics

ভয়ঙ্করী রূপ ধরে তুই
Voyonkori Rup Dhore Tui
শিল্পী-অনুরাধা পড়োয়াল
ভয়ঙ্করী রূপ ধরে তুই
দাঁড়াস নে ‘মা’ এলোকেশী !
তুই যে আমার শ্যামা-মা গো
মাতৃরূপেই ভালোবাসি !
ভয়ঙ্করী রূপ ধরে তুই
দাঁড়াস নে ‘মা’ এলোকেশী !
নরমুণ্ড ঝুলছে গলে,
চামুণ্ডা-মা তাইতো বলে।।
মুণ্ডমালা ফেল্ মা ছিঁড়ে,
ফেলে-দে তোর করাল অসি !
তুই যে আমার শ্যামা-মা গো-
মাতৃরূপেই ভালোবাসি !
ভয়ঙ্করী রূপ ধরে তুই
দাঁড়াস নে ‘মা’ এলোকেশী !
ভয় লাগে তোর ওই রূপেতে,
সদায় যেন রণে মেতে।।
খড়্গ ছেড়ে আয়-না মাগো।।
হাতে নিয়ে শ্যামের-বাঁশী !
তুই যে আমার শ্যামা-মা গো-
মাতৃরূপেই ভালোবাসি !
ভয়ঙ্করী রূপ ধরে তুই
দাঁড়াস নে ‘মা’ এলোকেশী !
কী-ভেবে কে আঁকলো তোরে,
ভয় দেখাতে অমনি করে।।
দেখতে ওরা পাইনি কী তোর।।
অমল-কোমল মধুর-হাসি !
তুই যে আমার শ্যামা-মা গো-
মাতৃরূপেই ভালোবাসি !
ভয়ঙ্করী রূপ ধরে তুই,
দাঁড়াস্ নে ‘মা’ এলোকেশী।
তুই যে আমার শ্যামা-মা গো
মাতৃরূপেই ভালোবাসি !
ভয়ঙ্করী রূপ ধরে তুই
দাঁড়াস নে ‘মা’ এলোকেশী !

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *