কত রক্ত নেবে তুমি মা
Koto Rokto Nebe Tumi Maa
অ্যালবাম-তারা নাম বড়ই মধুর
কথা-রতন সাহা
সুর-পিন্টু নন্দী
শিল্পী-শম্পা কুন্ডু
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
[কত রক্ত নেবে তুমি মা,
রক্তে ভাসে ভূমি মা]-২
এ কী মৃত্যু রঙ্গ !
যেন কীটপতঙ্গ
মহাকাল জীবনের
করে তালভঙ্গ
মরছে মানুষ অকারণ
কোন্ পাপে বলো ওগো মা
কত রক্ত নেবে তুমি মা
রক্তে ভাসে ভূমি মা।
আ আ আ আ আ আ
পাগা গাসা পাগা গাসা
পাগা গাসা সাগা সাগা
[হিংসা যেন আগুন হয়ে
জ্বলছে সবার প্রাণে,
শেষের বুঝি শুরু হলো
তোমারি ভুবনে]-২
অবিদ্যার এ সংসার
অনিত্য বিষয় ভার
প্রেমহীন যায় দিন
জমে শুধু অভিযোগ
দেখবে কি হয় প্রতিমা
থাকবে কি হয়ে প্রতিমা।
কত রক্ত নেবে তুমি মা
রক্তে ভাসে ভূমি মা।
সা রেমা সা রেমা
গাপা গারে সা
কেউ কারো নয় ভাই বন্ধু
খুলে গেছে যেন সব বন্ধন।
তুমি ছাড়া কার কাছে বলি মা ?
অসহায় যে আত্মার ক্রন্দন
শুধু কি দেহের হয় মৃত্যু ?
মরে যদি যাই মাগো মন
কেউ কারো নয় ভাই বন্ধু
খুলে গেছে যেন সব বন্ধন
তুমি ছাড়া কার কাছে বলি মা ?
অসহায় যে আত্মার ক্রন্দন।
[প্রথম ঊষা যেমন করে
ঘোচায় রাতের কালো,
মোহমুক্ত কর মাগো
দাও সে দিব্য আলো]-২
মানুষে মানুষ হোক
নিজেকে করুক জয়
মাগো তোমার বরাভয়
মুছে যাক্ সব ভয়
দাও সে শক্তি মহিমা
তোমার শক্তি মহিমা।
কত রক্ত নেবে তুমি মা
রক্তে ভাসে ভূমি মা
এ কী মৃত্যু রঙ্গ !
যেন কীটপতঙ্গ
মহাকাল জীবনের
করে তালভঙ্গ
মরছে মানুষ অকারণ
কোন্ পাপে বলো ওগো মা
[কত রক্ত নেবে তুমি মা,
রক্তে ভাসে ভূমি মা]-২