ঢাকের তালেতে আরতির নাচেতে
Dhaker Talete Arotir Nachete
(কথা,সুর,সঙ্গীত,শিল্পী-এস ডি লাল)
[ঢাকের তালেতে আরতির নাচেতে]-২
খুশীর লগন এলো রে
[এলো রে মা এলো রে,
দুর্গা মা এলো রে]-২
[বাজে ঢাক বাজে ঢোল বাজে রে মাদল
ছোট-বড় সকলে পূজোর মেলায় চল
রঙের বাজার হাজার হাজার
কীর্তন বাউল গান জুড়াবে সবার প্রাণ]-২
পূজো পূজো গন্ধ লাগে রে
[এলো রে মা এলো রে,
দুর্গা মা এলো রে]-২
[ত্রিভুবন নাচে আজ খুশীরই রঙে
বাহারী রঙের সাজ সবারই অঙ্গে
মন হারানোর এসেছে সময়
দুঃখ ভুলে ভাই হবো দুর্গাময়]-২
মায়ের নামে মায়ের নামে
দুঃখ যাবে রে
এলো রে মা এলো রে,
দুর্গা মা এলো রে।
[ঢাকের তালেতে আরতির নাচেতে]-২
খুশীর লগন এলো রে
[এলো রে মা এলো রে,
দুর্গা মা এলো রে]-২
[বলো দুর্গা মায় কি জয়]-৪