জবা রে তুই ভালোই আছিস
Joba Re Tui Bhaloi Achis
শিল্পী: পরীক্ষিত বালা
[জবা রে তুই ভালোই আছিস
মায়ের রাঙা চরণে
আমি এমন কপাল পোড়া
দেখলাম না এই নয়নে
দেখলাম না এই নয়নে]-২
জবা রে তুই ভালোই আছিস।
[বনেতে তোর জন্ম হলেও
থাকিস মায়ের পায়
কোন্ সাধনে পেলি মাকে
বল্ না রে আমায়]-২
[তোরই মত থাকতে জবা]
সাধ জাগে আমার মনে
আমি এমন কপাল পোড়া
[দেখলাম না এই নয়নে]-২
জবা রে তুই ভালোই আছিস।
[আমার হয়ে মাকে রে তুই
বলিস দিতে দেখা
ভুবন মাঝে মা ছাড়া
আমি বড়ই একা]-২
[মায়ের দেখা পাইনা রে তাই
বলি জবা তোকে,
মানুষ হয়ে আসিনা যেন
এই পৃথিবীর বুকে]-২
[জনম যদি হয় গো জবা]-২
হয় যেন তোর মত বনে
আমি এমন কপাল পোড়া
[দেখলাম না এই নয়নে]-২
জবা রে তুই ভালোই আছিস
মায়ের রাঙা চরণে
আমি এমন কপাল পোড়া
[দেখলাম না এই নয়নে]-২
জবা রে তুই ভালোই আছিস।