বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই
BishnuPriya Go, Ami Cole Jay
ছায়াছবি: কুহক (১৯৬০)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
কন্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
বিষ্ণুপ্রিয়া গো বিষ্ণুপ্রিয়া গো
আমি চলে যাই আমি চলে যাই
তুমি আছ ঘুম ঘোরে,আমি চলে যাই যাই
তুমি আছ ঘুম ঘোরে,আমি চলে যাই
শ্যামের বিরহ লাগি বিরহ বিলাই
বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই।
কি আবেশে বাহুডোরে
লতায়ে আছিলে মোরে
জাগিয়া দেখিবে আমি নাই
ললাটে কাঁকন হানি
সবারে কহিবে জানি
কি নিঠুর নদের নিমাই
বিষ্ণুপ্রিয়া গো বিষ্ণুপ্রিয়া গো
আমি চলে যাই আমি চলে যাই।
কেমনে বুঝাব কাকে
জ্বলিয়াছি শ্যামরাগে
শ্যামরসে নয়ন ভিজাই
রাধার বিরহ লয়ে
কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে
হরিনামে পরাণ বিকাই।
ঘরে কি রহিতে পারে ?
কৃষ্ণসাপ কাটে যারে
শ্যামবিষে জ্বলেছে নিমাই
শোন হে নদীয়াবাসী
আমি কৃষ্ণ অভিলাষী
সে পরশমণি কোথা পাই
বিষ্ণুপ্রিয়া গো বিষ্ণুপ্রিয়া গো
আমি চলে যাই আমি চলে যাই।