তুমি সূর্য,তুমি চন্দ্র | Tumi Surja Tumi Chandra | Key Lyrics

তুমি সূর্য,তুমি চন্দ্র
Tumi Surja Tumi Chandra
ছায়াছবি: বাবা তারকনাথ
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর,সঙ্গীত: নীতা সেন
শিল্পী: আশা ভোঁসলে, চিত্তপ্রিয়া মুখার্জী,
অমর রায়/অনুপ জালোটা
[তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে
তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে]-২
আ আ আ আ আ
[(তুমি) ফুলে আছ কাঁটায় আছ
জোয়ারে আর ভাটায় আছ]-২
তোমার লীলায় কত রঙের সমারোহ প্রভু হে
তুমি সূর্য,তুমি চন্দ্র,তুমি গ্রহ প্রভু হে
তুমি শক্তি,তুমি মুক্তি,তুমি মহাপ্রভু হে
আ আ আ আ আ
[তোমার পায়ে নিজেকে যে করি সমর্পণ,
এমন শান্তি কোথায়ও খুঁজে পায়না তো মন]-২
[(তুমি) দুঃখে আছ,সুখে আছ
আশা হয়ে বুকে আছ]-২
ফুরায় না তো তোমায় পাওয়ার আগ্রহ প্রভু হে
[তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে
তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে]-২
জয় জয় জয় তারকেশ্বর জয়
জয় জয় জয় শিব শঙ্কর জয়
জয় জয় জয় তারকেশ্বর জয়
তারকেশ্বর জয়
শিব শঙ্কর জয়
শিব শঙ্কর জয়

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *