ওঁ নমঃ শিবায় | Om Namo Shivaya | Lyrics

ওঁ নমঃ শিবায়
Om Namo Shivaya
ছায়াছবি: হরিশ্চন্দ্র শৈব্যা (১৯৮৪)
গীতিকার: বিভূতি মুখোপাধ্যায়
সুরকার: রবীন্দ্র জৈন
কণ্ঠ: কে জে যেসুদাস ও আরতি মূখার্জী
[ওঁ নমঃ শিবায় ওঁ নমঃ শিবায়]-৪
শমন দমন ত্রিশূলধারণ
[বিভূতিভূষণ শংকর]-২
[রক্ষা কর রক্ষা কর]-২
ভক্ত তোমার সঙ্কটে
আজ সঙ্কট তার সম্বর
বিভূতিভূষণ শংকর
[রক্ষা কর রক্ষা কর]-২
[সত্য ন্যায় প্রতিষ্ঠাতা
হরিশ্চন্দ্র মহাদাতা]-২
বিপদে তাপিত প্রাণে তাহার
শান্তির বারি সিঞ্চর
বিভূতিভূষণ শঙ্কর
[রক্ষা কর রক্ষা কর]-২
শমন দমন ত্রিশূল ধারণ
[বিভূতিভূষণ শঙ্কর]-২
[ওঁ নমঃ শিবায় ওঁ নমঃ শিবায়]-২
মা মা মা মাগো মা
অন্নপূর্ণা মা মা জননী
সতী শিরোমণি দাক্ষায়ণী
[জগতের মাতা জগন্মাতা
নহ মাগো তুমি দুঃখদাতা]-২
শৈব্যা সতীর হৃদয়ের ব্যথা
দূর কর মাগো দূর কর
দূর কর ব্যথা দূর কর
সত্যাশ্রয়ী ভক্ত তোমার
[দুঃখে কেন গো জর্জর]-২
[রক্ষা কর রক্ষা কর]-৪
নমঃ পার্বতী পরমেশ্বরী
নমঃ নিত্যং নমঃ নমঃ।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *