তুমি মা আমাকে
Tumi Maa Amake
ছায়াছবি: অমর কন্টক
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: অজয় দাস
শিল্পী: কিশোর কুমার
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
তুমি মা আমাকে
পৃথিবীর এই আলো দেখিয়েছিলে।।
তোমারই আদরে
আমাকে শীতল তুমি করে দিলে
তুমি মা আমাকে।
মাগো তোমার স্নেহ
মা গঙ্গা হয়ে
ঐ অমৃত ধারাতে যায় যে বয়ে।।
দেখি তোমার হাসি
ঐ সোনালী ভোরে
কত স্বপ্নের সুখে হাসে
আকাশ নীলে
তুমি মা আমাকে
পৃথিবীর এই আলো দেখিয়েছিলে
তুমি মা আমাকে।
মাগো হিমালয়ে হয়ে
তুমি শিয়রে থাকো
কত ঝড়ের আঘাত থেকে
বাঁচিয়ে রাখ।।
ওগো মমতাময়ী তুমি
দু’হাত মেলে
আয় বাছা বলে
কোলে টেনে নিলে
তুমি মা আমাকে
পৃথিবীর এই আলো দেখিয়েছিলে
তোমারই আদরে
আমাকে শীতল তুমি করে দিলে
তুমি মা আমাকে।