নারীর কারণে সবই হয় নারীর কারণে
Naarir Karone Sobi Hoy Naarir Karone
ছায়াছবি: এই ঘর এই সংসার
সংগীত: আলম খান
শিল্পী: সুবীর নন্দী
[নারীর কারণে সবি হয় নারীর কারণে
পুরুষ বড় হয় জগতে নারীর কারনে,
ধ্বংস হয়ে যায় আবার ঐ নারীর কারনে
নারীর কারনে হায় রে নারীর কারনে]-২
[কেউ বা নতুন জীবন গড়ে নারীর কারনে,
দুঃখ সুখে লড়াই করে নারীর কারনে]-২
[খারাপ থেকে হয়রে ভালো]-২
নারীর কারনে
নারীর কারনে সবি হয় নারীর কারনে
পুরুষ বড় হয় জগতে নারীর কারনে,
ধ্বংস হয়ে যায় আবার ঐ নারীর কারনে
নারীর কারনে হায় রে নারীর কারনে।
[কারো জীবন ভেঙে পরে নারীর কারনে,
আলো ছেড়ে যায় আঁধারে নারীর কারনে]-২
[সোনার ছেলে হয়রে কালো নারীর কারনে]-২
নারীর কারনে সবি হয় নারীর কারনে
পুরুষ বড় হয় জগতে নারীর কারনে,
ধ্বংস হয়ে যায় আবার ঐ নারীর কারনে
নারীর কারনে হায় রে নারীর কারনে।