কত দুঃখ মোর কপালে ঘুচালি না তুই মা তারা
Koto Dukkho Mor Kopale Ghuchali Na Tui Maa Tara
Bhaba Pagla
ভবা পাগলা
কত দুঃখ মোর কপালে ঘুচালিনা তুই মা তারা
দুঃখ হরা করিস বলে নাম তব মা দুঃখহরা।।
তুষের আগুন জ্বলে যেমন
ফুরায় না আর নয়নের জল
(মা) তুই ছাড়া আর কে আছে বল
মোছাতে এই নয়নধারা।।
দুখের আগুন জ্বালিয়ে দিলি
শোন ওমা রক্ষাকালী
শ্মশানকালী তুই সাজালি
আমারে মা করলি সারা।।
কত দুঃখ মোর কপালে
বলতে গেলে মুখ না পড়ে
ব্রহ্মাণ্ডে আর ধরতে নারে
গাইতাম যদি দুঃখের ছড়া।।
রাখলি চিরদুঃখীর বেশে
কভু হাসে কভু কাঁদে
ভবা পাগলার পাশেপাশে
ভাসিয়ে দিয়ে দুঃখের ভরা।।