কে যেন গো ডেকেছে আমায় Ke Jeno Go Dekechhe Amay (১৯৬৫) ছায়াছবি: মণিহার
কথা: মুকুল দত্ত সুর: হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর
আ আ আ
[কে যেন গো ডেকেছে আমায়]-২
মানেনা নয়ন কেন ফিরে ফিরে চায়
কে যেন গো ডেকেছে আমায়।
মরমিয়া মরমিয়া মরমিয়া কেন
[লাগেনা যে ভালো লাগেনা]-২
[ফাগুন কেন ভালো লাগেনা]-২
[ফাগুন আগুন লাগে
মন কোনো কাজে লাগেনা]-২
কী করিতে কী যে হয়ে যায়
মানেনা নয়ন কেন ফিরে ফিরে চায়
কে যেন গো ডেকেছে আমায়।
দরদিয়া বলো দরদিয়া বলো
বলো বলো দরদিয়া
দরদিয়া বলো বলো বলো বলো
[সে কি এলো সে কি এলোনা]-২
[এলোনা কেন বোঝেনা যে মন]-২
[মন যদি বোঝে তবু
এ নয়ন কেন বোঝেনা]-২
পথপানে চেয়ে দিন যায়
মানেনা নয়ন কেন ফিরে ফিরে চায়
কে যেন গো ডেকেছে আমায়।