বারে বারে কে যেন ডাকে আমারে
Bare Bare Ke Jeno Dake Amare
কথা: পবিত্র মিত্র
সুর: শৈলেন মুখোপাধ্যায়
শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়
বারে বারে কে যেন ডাকে আমারে
বারে বারে কে যেন ডাকে
[কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে]-২
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে
বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
কিছু যেন বুঝি তাঁর কিছু অজানা
যতবার ভুলে যাই
মানেনা মানা গো কিছু অজানা
হাসির মায়া আনে মধু বেদনারে।
কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে
বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে
দোলনচাঁপার বুকে
দোলা যে লাগে গো স্বপ্ন জাগে
মন যেন খুঁজে পায় পায়নি যারে
কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে।
বারে বারে কে যেন ডাকে আমারে
বারে বারে কে যেন ডাকে!