শুনিলে প্রাণ চমকে ওঠে
Shunile Pran Chomke Uthe
ফকির লালন সাঁই
শুনিলে প্রাণ চমকে ওঠে
দেখতে যেমন ভুজঙ্গনা
যেখানে সাঁইর বারাম খানা।
যা ছুঁইলে প্রাণে মরি
এই জগতে তাইতেই তরী
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কি কারখানা।
আত্ম তত্ত্ব যে জেনেছে
দিব্য জ্ঞানী সেই হয়েছে
কু-বৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেলো না।
যে ধনের উৎপত্তি প্রাণ ধন
সেই ধনেরি হলো না যতন
অকালে ফল পাবি লালন
দেখে শুনেও জ্ঞান হলো না।